আগামী কাল থেকে শুরু হচ্ছে জামিয়া বাবুনগরের ১০১ তম দুইদিন ব্যাপী বার্ষিক মাহফিল


কওমি ভিশন প্রকাশের সময় : ডিসেম্বর ১৩, ২০২৩, ১১:৫৩ পূর্বাহ্ন
আগামী কাল থেকে শুরু হচ্ছে জামিয়া বাবুনগরের ১০১ তম দুইদিন ব্যাপী বার্ষিক মাহফিল

কওমি ভিশন ডেস্ক : বাংলাদেশের অন্যতম ঐহিত্যবাহী দীনি শিক্ষা প্রতিষ্ঠান আল জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদরাসার ১০১ তম দুই দিন ব্যাপী বার্ষিক মাহফিল আগামী কাল থেকে আরম্ভ হতে যাচ্ছে। আগামী কাল বৃহস্পপতিবার আরম্ভ হয়ে পরদিন জুমাবার পর্যন্ত চলবে। এতে দেশের শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম বয়ান পেশ করবেন। মাহফিল উপলক্ষ্যে ইতোমধ্যে জামিয়ার সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

দুই দিন ব্যাপী মাহফিলে সভাপতিত্ব করবেন, দেশের সর্বজন শ্রদ্ধেয় আলেম, জামিয়া বাবুনগরের পরিচালক, হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী। মাহফিলে বয়ান করবেন, দারুল উলুম মইনুল ইসলাম হাটহাজারীর পরিচালক আল্লামা খলিল আহমদ খোরাইশি, আল্লামা আবদুল হক হক্কানি, জামিয়া বাবুনগররের শাইখুল হাদিস আল্লামা মুফতি মাহমুদ হাসান,  মাওলানা জুনায়েদ আল হাবিব, মুফতি সাখাওয়াত হোসাইন রাজি, মুফতি হাবিবুল্লাহ মাহমুদ কাসেমি, মুফতি রেজাউল করিম আবরার, মাওলানা আবদুল বাসেত খান সিরাজি, মাওলানা খোরশেদুল আলম কাসেমি, গাজী সানাউল্লাহ রহমানীসহ দেশের বরেণ্য উলামায়ে কেরাম।