আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন সফল করার আহ্বান ইসলামী নবজাগরণ সংগঠনের


কওমি ভিশন প্রকাশের সময় : নভেম্বর ১৫, ২০২২, ২:৩১ অপরাহ্ন
আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন সফল করার আহ্বান ইসলামী নবজাগরণ সংগঠনের

কওমি ভিশন ডেস্ক:  ঐতিহ্যবাহী ‘ইসলামী সম্মেলন সংস্থা বাংলাদেশ’ এর তত্ত্বাবধানে আয়োজিত আগামী ১৭ ও ১৮ নভেম্বর ২০২২ খ্রি. দুইদিন ব্যাপী ৩৬ তম আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন সফল করার আহ্বান জানিয়েছে ইসলামী নবজাগরণ সংগঠন। বাংলাদেশের অলাভজনক সামাজিক, দীনি ও দাতব্য এ সংগঠন কর্তৃক প্রেরিত এক সংবাদ বিবৃতির মাধ্যমে আন্তর্জাতিক সম্মেলন সফল করার আহ্বান জানানো হয়।

বিবৃতিতে সংগঠনের সভাপতি জনাব মুহাম্মদ হানিফ বলেন, ‘ইসলামী সম্মেলন সংস্থা বাংলাদেশ’ -এর তত্ত্বাবধানে আয়োজিত এ সম্মেলনটি একটি ঐতিহ্যবাহী একটি মাহফিল। প্রায় ৪০ বছর যাবত দেশের হক্কানি উলামায়ে কেরামের নেতৃত্বে অত্যন্ত সফলতার সাথে চট্টগ্রামের প্রাণকেন্দ্রে মানুষের মাঝে দীনের দাওয়াত পৌঁছে দিচ্ছে। সারাদেশ থেকে মানুষ এ সম্মেলনে অংশগ্রহণ করে থাকে। মাহফিলকে কেন্দ্র করে ইতোমধ্যে দেশের সর্বত্র উৎসবমুখোর পরিবেশ বিরাজ করছে। আমরা এ মাহফিলের সার্বিক সফলতা কামনা করছি।

সংগঠনের মহাসচিব মাওলানা মঈনুদ্দীন বলেন, বাংলাদেশের সম্মেলন ও মাহফিলের যে সংস্কৃতি বর্তমানে প্রচলিত তার পেছনে শক্তিশালী ভূমিকা রাখছে ‘ইসলামী সম্মেলন সংস্থা বাংলাদেশ’ এর তত্ত্বাবধানে আয়োজিত আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন। এটি বাংলাদেশের একমাত্র সম্মেলন সেখানে দেশ বিদেশের হক্কানি উলামায়ে কেরাম একই মঞ্চে মিলিত হন। সাধারণ মানুষ দীনের সঠিক কথা এ মোবারক মজলিশ থেকে শ্রবণ করেন।

তিনি আরো বলেন, দীর্ঘ ৩৬ বছর যাবত ধারাবাহিকভাবে সম্মেলনটি আয়োজিত হয়ে আসছে। দেশের বিভিন্ন প্রান্তের মানুষ এতে অংশগ্রহণ করেন। লাখ মুমিনের সম্মেলন স্থলকে নিরাপত্তা ও সুশৃঙ্খল রাখতে চট্টগ্রামের প্রশাসনের প্রতি বিশেষ আহ্বান করছি। আমরা অবগত আছি, এত বড় একটি মাহফিল আনজাম দিতে অনেক অর্থের প্রয়োজন। কাজেই দেশ-বিদেশের বিত্তশালী ভাই-বোনদের আহ্বান করব যার যার সামর্থ্য অনুযায়ী সবাই যেন এগিয়ে আসেন। আল্লাহ তায়ালা এ মাহফিল কিয়ামত পর্যন্ত জারি রাখুন। আমিন।