চট্টগ্রাম জমিয়তুল ফালাহ ময়দানে অনুষ্ঠিত হতে যাওয়া ঐতিহ্যবাহী আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলনে যোগ দিতে দারুল উলুম হাটহাজারী থেকে হাজার হাজার ছাত্র চট্টগ্রাম শহরের উদ্দেশ্য রওয়ানা হয়েছেন। দেশের বিভিন্ন স্থান থেকে বাস ও প্রাইভেট গাড়িতে করে দলে দলে অসংখ্য মানুষ ইতোমধ্যে সম্মেলন স্থলে পৌঁছে গিয়েছেন। প্রায় ৪০ বছর ধরে ধারাবাহিক চলে আসা এ সম্মেলনের দেশব্যাপী জনপ্রিয়তা রয়েছে ব্যাপক। তাই প্রতিবারের মত এতে সারাদেশের মানুষ অংশগ্রহণ করে থাকেন। সম্মেলন বিশ্বের বিভিন্ন দেশের ইসলামী স্কলারগণ তাশরিফ আনেন।
আপনার মতামত লিখুন :