দেশের শীর্ষ আলেমেদীন আল্লামা সুলতান যওক নদভি হাফি. এর নামে ইসলামী ঐক্যজোটের প্রধান উপদেষ্টা মনোনীত করা হয়েছে মর্মে মিথ্যা সংবাদ ফেসবুকে প্রচার হলে এর তাৎক্ষণিত প্রতিক্রিয়া জানান তিনি। সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি নিন্দা জ্ঞাপন করেন। বিজ্ঞপ্তিতে বলা হয়,
“সম্প্রতি জানতে পারি যে, আমাকে ইসলামি ঐক্যজোট বাংলাদেশ এর প্রধান উপদেষ্টা নির্বাচন করা হয়েছে মর্মে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় প্রচার করা হচ্ছে এবং এ বিষয়ে ব্যাপক বিতর্কের সুত্রপাত হয়েছে। এ প্রসঙ্গে আমার দীর্ঘ দিনের বিশ্বস্ত প্রাইভেট সেক্রেটারী ও জামেয়ার শিক্ষক হাফেজ মাওলানা এনামুল হক মাদানী আমার দৃষ্টি আকর্ষণ করলে আমি খুবই মর্মাহত হই। পরবর্তীতে তিনি আমার আদেশে আমার অবস্থান তুলে ধরে একটি অফিসিয়াল স্ট্যাটমেন্ট দিয়েছেন। আলহামদুলিল্লাহ, দেশের ভেতরে বাহিরে শীর্ষ আহলে হক ওলামা-মাশায়িখদের সাথে আমার ভালো সম্পর্ক ছিলো এখনো আছে এবং আজীবন থাকবে। বিশেষত: এদেশের ইসলামী আন্দোলনের শীর্ষস্থানীয় মুরব্বী মুফতি ফজলুল হক আমীনী (রহ.) সহ এদেশের ইসলামী রাজনীতির সকল মুরব্বিদের সাথে আমার শ্রদ্ধা, আস্থা ও আন্তরিকতার সম্পর্ক ছিলো। কিন্তু আমি কোন কালে কোন রাজনৈতিক দলের সক্রিয় সদস্য, নেতা বা উপদেষ্টা ছিলাম না, এখনও নেই। আর আমাকে ইসলামি ঐক্যজোটের প্রধান উপদেষ্টা নির্বাচন করার ব্যাপারে ইসলামী ঐক্যজোটের কেউ-ই আমার সঙ্গে যোগাযোগ করেনি। আমার মতামত না নিয়ে এ ধরনের পদপ্রদান বা প্রচারনা কোন ভাবেই গ্রহণযোগ্য নয়। আমি এর তীব্র নিন্দা জানাই। পাশাপাশি এ বিষয়ে কোন ধরণের বিভ্রান্তি ছড়ানো বা অহেতুক বিতর্ক তৈরী করা থেকে সবাইকে বিরত থাকার আহবান জানাচ্ছি।”
আপনার মতামত লিখুন :