কওমি ভিশন ডেস্ক: হেফাজতে ইসলাম বাংলাদেশ ও সংশ্লিষ্ট ব্যক্তিদের দীর্ঘদিন পর কারামুক্তি উপলক্ষ্যে মজলুম সকলকে সম্মাননা পাগড়ি প্রদান করে বিশেষ সম্মানিত করেন হেফাজত আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী। দীর্ঘ তিন বছর পর্যন্ত কারাগারে অসহনীয় জুলুম, অবিচার, নানা হয়রানির পর আলেমদের অভিভাবক আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীর তরফ থেকে হঠাৎ এমন আয়োজনে মজলুমদের হৃদয়ে আনন্দের ঢেউ খেলে যায়। আমিরে হেফাজতের স্নেহময় পরশে দীর্ঘ দিনের দুঃখ ভুলে যান মুহূর্তে।
নেতাকর্মীদের কারামুক্তির পরও হয়রানি বন্ধ হয়নি। ঘনঘন হাজিরা, শুনানি ইত্যাদিতে হাঁপিয়ে উঠছেন তারা। দীর্ঘদিন কর্মহীন থাকার পর, মামলার পিছনে মোটা অংকের আর্থিক ব্যয় জোগান দিতে হিমশিম খেতে হয় অধিকাংশ আলেম উলামার। রবের সন্তুষ্টির আশায় এত সব কষ্টকে দীনের জন্য কোরবানি গণ্য করে আরো ত্যাগের জন্য যেন সকলে প্রস্তুত। আমিরে হেফাজতের সংবর্ধনা অনুষ্ঠানে কোনো একজন মজলুমকে মানসিকভাবে দুর্বল বলে পরিলক্ষিত হয়নি।
দীনের কাজ করতে গিয়ে সরকার ও প্রশাসনের লোষানলে পড়া আলেমদের থেকে অনেককেই দূরে সরে যেতে দেখা যায়। মজলুমদের পক্ষ না গিয়ে নিজেদের পিঠ বাঁচাতে ঠাঁই নেয় বিরোধী শিবিরে। প্রকাশ্যে ভালবাসা, সহমর্মিতা ও সমর্থন জানানোর কঠিন সময়ে আমিরে হেফাজত কর্তৃক এমন সংবর্ধনা অনুষ্ঠান মজলুমদের হৃদয়ে আশার আলো জাগে। নতুন করে সতেজ হয়ে ওঠে ইমানি চেতনা। আমিরে হেফাজতের এই সাহসী উদ্যোগকে স্বাগত জানিয়ে সোশ্যাল মিডিয়ায় নিজেদের অভিব্যক্তি প্রকাশ করেন তরুণ আলেমগণ।
ইসলামের জন্য কাজ করতে গিয়ে দলের ভিতরের ও বাহিরের যারাই হয়রানি ও জুলুমের শিকার হয়েছেন সকলের প্রতি এভাবে হেফাজত ও সংগঠন সহমর্মী থাকবে এটাই জনসাধারণের প্রত্যাশ্যা।
আপনার মতামত লিখুন :