কওমি ভিশন ডেস্ক : বাংলাদেশে কোরবানির সময় ঘনিয়ে এলে জমজমাট হয়ে ওঠে গরু ছাগলের হাটবাজার। এসময় নিজেদের আদরের প্রিয় পশুকে সবার দৃষ্টি আকর্ষণ করতে প্রসিদ্ধ ও জনপ্রিয় ব্যক্তিদের নামে নামকরণের এক নতুন প্রথা চলে আসছে গত বছর কয়েক ধরেই।
এতদিন হিরো আলম, অভিনেতা শাকিব ও বিভিন্ন অভিনেত্রীর নামে নামকরণ করা হলেও এই প্রথম কোনো আলেমের নামে কোরবানির পশুর নামকরণ করতে দেখা গিয়েছে। নিজেদের প্রিয় পশুর নাম প্রিয় ব্যক্তির নামে নামকরণ করা গেলেও একজন আলেমের নামকে ব্যবহারের তীব্র প্রতিবাদ জানিয়েছেন কওমি আলেম সমাজ।
মাওলানা তাহেরি বিদআতি পন্থী আলেম হলেও তার নামের এমন অবমাননায় প্রতিবাদ জানিয়ে সোশ্যাল মিয়ায় সরব হয়েছেন অসংখ্য কওমি আলেম। নামের অপব্যবহারের কারণে আইনি ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেন অনেকে।
কওমি প্রসিদ্ধ তরুণ আলেম, মুফতি রেজাউল করিম আবরার তার ফেসবুক পোস্টে প্রতিবাদ জানিয়ে লিখেন, “একজন আলোচকের নামে গরু ছাগলের নাম রাখা হচ্ছে! তাহেরি সাহেবের উচিত তার ব্যাপারে আইনী ব্যবস্থা নেওয়া!
রাস্ট্রের গুরুত্বপূর্ণ কারও নামে গরু ছাগলের নাম রাখলে এতক্ষণ অবস্থা কী হতো চিন্তা করেন! আবেগের কারণে হয়ত এ লোক এমন কাজ করে ফেলেছে! কিন্তু লাগাম টেনে ধরতে না পারলে এটাও একটা সংস্কৃতি হয়ে যাবে!”
মাওলানা আবরার ছাড়াও অসংখ্য কওমি আলেমকে তাহেরির নামে গরুর নামকরণের তীব্র প্রতিবাদ জানিয়ে সোশ্যাল মিডিয়ায় নিজেদের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।
আপনার মতামত লিখুন :