কয়েকদিনের টানা বৃষ্টির ফলে চট্টগ্রাম ভয়াবহ জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। জনজীবনে নেমে এসেছে চরম দুর্ভোগ। ক্লাস করার স্বাভাবিক পরিবেশ না থাকায় মাদরাসা সাময়িক বন্ধ ঘোষণা করেছে জামিয়া দারুল মারিফ। এক বিজ্ঞপ্তিতে বলা হয়,
জামেয়া দারুল আ’আরিফ আল-ইসলামিয়ার ছাত্র,শিক্ষক ও অভিভাবকবৃন্দের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জায়গায় অতিবৃষ্টির কারণে জনজীবন স্থবির ও মানুষ পানিবন্দী হয়ে আছে।
এমতাবস্থায় জামেয়ার নিয়মতান্ত্রিক দরস চালিয়ে যাওয়া সম্ভব নয়। সুতরাং আজ থেকে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ক্লাস স্থগিত থাকবে। পরিস্থিতি স্বাভাবিক হলে শিক্ষা পরিচালানা বিভাগের পক্ষ থেকে ক্লাসের ঘোষণা দে’য়া হবে -ইন শা আল্লাহ।
উল্লেখ্য, জামেয়ায় অবস্থানরত অতিদূরের শিক্ষার্থীগণ ক্যাম্পাসে অবস্থান করতে পারবে। অন্যদেরকে বাসাবাড়িতে চলে যাওয়ার পরামর্শ দে’য়া যাচ্ছে।
আর যারা ক্যাম্পাসে অবস্থান করবে তারা পাঁচ ওয়াক্ত নামায জমা’আতের সাথে মসজিদে আদায় করে বিশেষ দু’আর আমল করবে । মসজিদে যাওয়া সম্ভব না হলে স্ব স্ব রুমে জমা’আতের সাথে নামায আদায় করবে। আবাসিক শিক্ষকবৃম্দ এ বিষয়ে সার্বিক তদারকি করবেন। ছাত্রদেরকে অহেতুক ঘোরাফেরা না করে ব্যক্তিগত অধ্যয়নে সময় অতিবাহিত করার জন্য নির্দেশ দে’য়া যাচ্ছে।
শুভেচ্ছাসহ-
আল্লামা মুহাম্মদ সুলতান যওক নদভী
প্রতিষ্ঠাতা পরিচালক
জামেয়া দারুল মা’আরিফ আল-ইসলামিয়া চট্টগ্রাম।
০৬.০৮.২০২৩ইং।
আপনার মতামত লিখুন :