পবিত্র শবে বরাত নিয়ে আপত্তিকর মন্তব্যের অভিযোগে বিতর্কিত বক্তার বিরুদ্ধে চট্টগ্রাম আদালতে মামলা দায়ের করা হয়েছে। বুধবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে চট্টগ্রামের বিভাগীয় সাইবার ট্রাইব্যুনালে মামলাটি করা হয়।
মামলাটি দায়ের করেছেন ইসলামী বক্তা মাওলানা ইউসুফ জিলানী। মামলার এজাহারে আকরামুজ্জামান বিন আব্দুস সালাম মাদানী এবং ‘রেগুলার দ্বীন মিডিয়া’ নামে একটি ইউটিউব চ্যানেলকে বিবাদী করা হয়েছে। মূল অভিযুক্ত আকরামুজ্জামাজ ‘ইহইয়া-উস সুন্নাহ’ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও পরিচালক।
বাদীপক্ষের আইনজীবী ফয়েজ উদ্দিন চৌধুরী জানান, আদালত শুনানি শেষে মামলাটি সিএমপি’র কাউন্টার টেরোরিজম ইউনিটকে তদন্তের আদেশ দিয়েছেন।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, অভিযুক্ত আকরামুজ্জামান পবিত্র ‘শবে বরাত’ নিয়ে বলেছেন, ১৪ই সাবান তথা শবে বরাতের রাত্রিতে এভাবে মসজিদে ভিড় না করে যদি বেশ্যাখানায় সময় কাটায় তাও ভালো। এর চেয়ে, সারারাত যদি সে বেইশ্যা খানায় থাকে সেটাও ভালো।
একই বক্তা অন্য জায়গায় আরও বলেছিলেন, শবে বরাত জিনার চেয়েও খারাপ। আক্রমণাত্মক এ বক্তব্য মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়েছে বলে দাবি বাদী’র।
আপনার মতামত লিখুন :