পূর্বের কমিটি পুনর্বহাল করে হেফাজতের আজকের বৈঠকে আরো যে সব সিদ্ধান্ত নেয়া হয়েছে


কওমি ভিশন প্রকাশের সময় : অগাস্ট ৫, ২০২৩, ১২:৫৭ অপরাহ্ন
পূর্বের কমিটি পুনর্বহাল করে হেফাজতের আজকের বৈঠকে আরো যে সব সিদ্ধান্ত নেয়া হয়েছে

আজ ৫ আগস্ট ২০২৩ইং, শনিবার, বেলা ১১.০০ টায় হেফাজতে ইসলাম বাংলাদেশ এর কেন্দ্রীয় কমিটির সভা, সংগঠনের আমীর আল্লামা শাহ্ মুহিব্বুল্লাহ বাবুনগরী এর সভাপতিত্বে ঢাকাস্থ কেন্দ্রীয় কার্যালয় খিলগাঁও মাখজানুল উলূম মাদরাসায় অনুষ্ঠিত হয়।
সভায় ১৫ নভেম্বর ২০২০ইং সালে হাটহাজারী মাদরাসায় কাউন্সিলের মাধ্যমে গঠিত কমিটি যা পরবর্তীতে বিলুপ্ত করা হয়। উক্ত কমিটির সকল সদস্যবৃন্দকে বর্তমান কেন্দ্রীয় কমিটির অন্তর্ভূক্ত করার সর্বসম্মত সিদ্ধান্ত গৃহিত হয়। পাশাপাশি যথাযথ পদ বিন্যাস এর জন্য সংগঠনের মহাসচিবকে আহ্বায়ক করে ১২ সদস্য বিশিষ্ট একটি সাবকমিটিও গঠন করা হয়।
হাটহাজারী মাদরাসার মহাপরিচালক আল্লামা শাহ্ মুহাম্মদ ইয়াহইয়া এর ইন্তেকালে তাঁর পদ শূন্য হওয়ায় হাটহাজারী মাদরাসার বর্তমান মহাপরিচালক আল্লামা মুফতি খলিল আহমদ কাসেমী এবং আল্লামা আতাউল্লাহ হাফেজ্জী উভয়কে সিনিয়র নায়েবে আমীরের পদে মনোনীত করার প্রস্তাব গৃহিত হয়। আজকের সভা বায়তুল মোকাররমের দক্ষিণ গেইটে আওয়ামী লীগের শান্তি সমাবেশে দু’গ্রুপের সংঘর্ষে হাফেজ রেজাউল করীম নামে একজন কওমী শিক্ষার্থী নৃশংসভাবে হত্যাকান্ডের শিকার হওয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে।
নেতৃবৃন্দ উক্ত হত্যকান্ডে জড়িত আসামীদের অদ্যবদী বিচারের আওতায় না আনায় সরকার চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে বলে অভিমত ব্যক্ত করেন। অনতিবিলম্বে এই হত্যাকান্ডে জড়িতদের চিহ্নিত করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জন্য নেতৃবৃন্দ জোর দাবী জানান।
মাওলানা মামুনুল হকসহ কারাবন্দী সকল উলামায়েকেরাম এর দ্রুত মুক্তি এবং ২০১৩ সালে থেকে ২০২১ সাল পর্যন্ত হেফাজত নেতাকর্মীদের নামে হওয়া মিথ্যা মামলা প্রত্যাহারের বারবার আশ্বাস দেওয়া সত্বেও সকলের মুক্তি ও মামলা প্রত্যাহার না হওয়ায় আজকের সভায় নেতৃবৃন্দ গভীর উদ্বেগ প্রকাশ করেন । অবিলম্বে সকল নেতাকর্মীদের মুক্তি ও মামলা প্রত্যাহারের জন্য সরকারের প্রতি কার্যকরী পদক্ষেপ গ্রহণের
দাবী জানান । পরিশেষে সভায় সাবেক সিনিয়র নায়েবে আমীর আল্লামা শাহ্ মুহাঃ ইয়াহইয়া, সহসভাপতি আল্লামা মুহিবুল হক গাছবাড়ী ও উপদেষ্টা আল্লামা জালাল আহমদ এর ইন্তেকালে বিশেষ দুআ ও মুনাজাত করা হয়।

 

সভায় আরো উপস্থিত ছিলেন-
নায়েবে আমীর মাওলানা আতাউল্লাহ হাফেজ্জী সাহেব
মুফতী জসিম উদ্দীন সাহেব হাটহাজারী
মাওলানা আইয়ূব বাবুনগরী
মাওলানা আব্দুল আউয়াল সাহেব ডিআইটি
মুফতী মোবারক উল্লাহ জামিয়া ইউনুছিয়া
মহাসচিব মাওলানা সাজেদুর রহমান সাহেব
যুগ্ম মহাসচিব মাওলানা মহিউদ্দিন রাব্বানী সাহেব
মাওলানা মাহমুদুল হাসান সাহেব ফতেহপুর
মাওলানা জহুরুল ইসলাম সাহেব মাখজানুল উলূম
মাওলানা আব্দুল কাউয়ূম সোবহানী সাহেব
সাংগঠনিক সম্পাদক মাওলানা মীর ইদ্রীস সাহেব
অর্থ সম্পাদক মুফতী মুহাম্মাদ আলী কাসেমী সাহেব
সহ অর্থ সম্পাদক মাওলানা হাবীবুর রহমান সাহেব নাজিরহাট
মাওলানা বোরহান উদ্দিন কাসেমী
মাওলানা খোবাইব সাহেব জিরি মাদরাসা
মাওলানা আনওয়ারুল আলম সাহের
প্রচার সম্পাদক মাওলানা কেফায়েত উল্লাহ আজহারী সাহেব
সহ-প্রচার সম্পাদক মাওলানা তানভীরুল হক সিরাজী সাহেব
মাওলানা জামাল উদ্দিন সাহেব কুড়িগ্রাম
মাওলানা মুজিবুর রহমান হামীদি সাহের ..
মাওলানা জোনায়েদ বিন ইয়াহইয়া সাহেব
মাওলানা রাশেদ বিন নূর সাহেব
মাওলানা শামছুল ইসলাম জিলানী সাহেব