আল্লামা জুনায়েদ বাবুনগরী রহ. এর জীবদ্দশায় বিগত 07/06/2021 তারিখে গঠিত হেফাজতের কমিটিতে শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফী রহ. এর বড় ছেলে মাওলানা ইউসুফ মাদানি পদ পাওয়ার পর সংবাদ সম্মেলনের মাধ্যমে কমিটি প্রত্যাখ্যানের ঘোষণা দেন। তিনি অভিযোগ করেন, ‘আমি মাওলানা ইউসুফ মাদানী আজ ৭/৬/২১ ঘোষিত তথাকথিত হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কমিটিতে আমার নাম দেখে আমি মর্মাহত। যারা আমার পিতাকে কষ্ট দিয়ে দুনিয়া থেকে বিদায় দিয়েছেন তাদের সঙ্গে আমি কখনো এক হতে পারিনা। আজকের ঘোষিত তথাকথিত হেফাজতের কমিটি ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি।’
তৎকালের ঘোষিত কমিটিতে সহকারী মহাসচিবের পদ দেওয়া হয়েছিল ইউসুফ মাদানীকে।
নানা চড়াই উতরাইয়ের পর হেফাজতের পূর্বের কমিটি পুনরায় বহাল করেন বর্তমান হেফাজত আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী। পূর্বের কমিটি প্রত্যাখ্যান করলেও বর্তমান কমিটিতে নায়েবে আমির হিসেবে স্থান পেয়েছেন আল্লামা আহমদ শফীর বড় ছেলে মাওলানা ইউসুফ মাদানি।
আপনার মতামত লিখুন :