বাবাকে ফিরে পেতে অবুঝ সন্তানদের আকুতি!


কওমি ভিশন প্রকাশের সময় : মে ৩১, ২০২৪, ১২:৩৩ অপরাহ্ন
বাবাকে ফিরে পেতে অবুঝ সন্তানদের আকুতি!

কওমি ভিশন ডেস্ক: চট্টগ্রামে সদ্য আটক দুই হেফাজত নেতা হাফেজ আবদুল মাবুদ ও মাওলানা লোকমান নদভির মুক্তির দাবিতে গতকাল বিকেল তিনটায় (30-05-2024) হাটহাজারীতে মানববন্ধন পালিত হয়েছে। এতে কেন্দ্রীয় ও স্থানীয় হেফাজত নেতৃবৃন্দ, উলামায়ে কেরাম ও এলাকার সর্বস্তরের তৌহিদি জনতা অংশগ্রহণ করেছে।

May be an image of 2 people, road, tree, crowd and text that says 'হাটহাজারী উপ 1ች8፡ बनान বলালমানরব'

হেফাজতে ইসলাম বাংলাদেশ হাটহাজারী উপজেলা, হেফাজত হাটহাজারী পৌরশাখা ও হাটহাজারী উলামা পরিষদের উদ্যোগে এ মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।

মাবনবন্ধনে বক্তারা, আটক দুই হেফাজত নেতার নামে দায়ের কৃত মিথ্যা মামলা প্রত্যাহার ও অনতিবিলম্বে মুক্তির দাবি জানান। উক্ত মানববন্ধনে আটক পিতার মুক্তির দাবিতে অংশ নেন তাদের অবুঝ সন্তানেরাও। নিরপরাধ বাবাকে দ্রুত ফিরে পেতে আকুতি জানান তারা ।
May be an image of 16 people and text that says 'पयमाराव 养早味 일리장G M리제를 "19 ঢষ্ষাজ্ারসদ 제대이주이 বাটহাজারী উপজেলার घश্ন সম্পাদক, হাটহাজারী উলামা পরিষদের បជ পকাকসারী शंकেषा আন্দলম মাবৃদ হফাজত চউটश্াম মহানগর নেতা, বিশিষ্ট আলেমেদ্বীন মাও মাওলা বিরন্ধে দায়েরকত মড়য্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহার 3 অনতিবিলম্বে নিঃশর্ত মুক্তি বিশাল মানববন স্বান: হাটহাজারী উপজেলা অরিব: 0 CE ২৪ই কৃুস্পতিবার, আায়োজনে :হেকাজাচেইসলযাম হেকাজাতে ইসনা बাংলাाদেশ হাটેহাজারী উপজলা বজেনাওৌীরম্াধা, 3 (ৌীরসাখা, ছাটহাজারী ভলাম পরিমদ পরিষদ ড়'

মানববন্ধনে বক্তব্য রাখেন, মুফতি মুহাম্মদ আলী- কেন্দ্রীয় অর্থ সম্পাদক, হেফাজতে ইসলাম বাংলাদেশ ও সভাপতি, হাটহাজারী উপজেলা শাখা। মাওলানা মীর ইদরীস- কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক, হেফাজতে ইসলাম বাংলাদেশ ও সাধারণ সম্পাদক, হাটহাজারী উলামা পরিষদ। মাওলানা নাছির উদ্দীন মুনির- কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক, হেফাজতে ইসলাম বাংলাদেশ ও সহ-সভাপতি, হাটজাজারী উলামা পরিষদ। মাওলানা জাকারিয়া নোমান ফয়জী- কেন্দ্রীয় সহসাধারণ সম্পাদক, হেফাজতে ইসলাম বাংলাদেশ। মাওলানা জাহাঙ্গীর আলম মেহেদী- নির্বাহী সদস্য, হেফাজতে ইসলাম বাংলাদেশ। মাওলানা কামরুল ইসলাম- ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক, হেফাজতে ইসলাম বাংলাদেশ।
May be an image of ‎7 people, temple and ‎text that says '‎দাধা பய বারণ্ম M0 ិខា PRESS টহাজারী উলামা পরিষদের সহ- প্রচার সম্পাদক, বিশিষ্ট আলেমদ্রীন মাওলানা লোকমান নদভ্তীর קהת অনতিবিলমবে নিঃশর্স মুক্তির দাবীতে HmA‎'‎‎
আরো বক্তব্য রাখেন, মাওলানা এমরান সিকদার- সাধারণ সম্পাদক, হেফাজতে ইসলাম বাংলাদেশ, হাটহাজারী উপজেলা শাখা। মাওলানা মুহাম্মাদ আসাদ উল্লাহ- সাংগঠনিক সম্পাদক, হেফাজতে ইসলাম বাংলাদেশ হাটহাজারী উপজেলা শাখা, সহ-প্রচার সম্পাদক, হাটহাজারী উলামা পরিষদ।
May be an image of 8 people, street, road and text
উপস্থিত ছিলেন, মাওলানা জাফর আহমদ, মাওলানা হাবিবুল হক বাবু, আলহাজ্ব নুর মোহাম্মদ, হাফেজ মাওলানা আবু বকর, মাওলানা আব্দুল কাইয়ুম, মাওলানা ওসমান, মাওলানা ইমরান, মাওলানা সাইফুল্লাহ, মাওলানা মিজান বিন আলী, মাওলানা আমিনুল ইসলাম, হাফেজ মাওলানা জাকারিয়া, মাওলানা জিয়াউল কবির, জনাব মোহাম্মদ শফি প্রমুখ।