বেশ কিছুদিন যাবত অসুস্থ শায়খ আহমদুল্লাহ!


কওমি ভিশন প্রকাশের সময় : অগাস্ট ৩১, ২০২৩, ৪:২৮ অপরাহ্ন
বেশ কিছুদিন যাবত অসুস্থ শায়খ আহমদুল্লাহ!

বেশ কিছু দিন ধরে অসুস্থতায় ভুগছেন বাংলাদেশের খ্যাতিমান বরেণ্য আলেম, ইসলামী স্কলার, বিশিষ্ট দায়ি ও সমাজসেবক শায়খ আহমদুল্লাহ! তার ভেরিফায়েড ফেসবুকে পেইজে এ বিষয়ে একটি পোস্ট করা হয়। তাতে এডমিন লিখেন, শায়খ আহমাদুল্লাহ (হাফিযাহুল্লাহ) বেশ কিছুদিন থেকে অসুস্থ। তিনি বর্তমানে চিকিৎসাধীন আছেন। অসুস্থতার কারণে আগামীকাল ভূমিপল্লী আবাসন জামে মসজিদে জুমুআ এবং জুমুআ-পরবর্তী প্রশ্নোত্তর অনুষ্ঠানে অংশ নিতে পারবেন না। সেই সাথে শুক্রবারের সাপ্তাহিক লাইভ অনুষ্ঠান শরয়ী সমাধানও বন্ধ থাকবে। সবার কাছে শায়খের সুস্থতার জন্য দোয়া প্রার্থী।