মাওলানা মঈনুদ্দীনকে সংবর্ধিত করল রাউজান আদর্শ ইসলামী গণপাঠাগার


কওমি ভিশন প্রকাশের সময় : ডিসেম্বর ৪, ২০২২, ২:৪০ অপরাহ্ন
মাওলানা মঈনুদ্দীনকে সংবর্ধিত করল রাউজান আদর্শ ইসলামী গণপাঠাগার

ইসলামী নবজাগরণে সংগঠনের মহাসচিব ও রাউজান আদর্শ ইসলামী গণপাঠাগারের উপদেষ্টা মাওলানা মঈনুদ্দীন দীর্ঘদিন পর প্রবাস থেকে দেশে ১০ দিনের সফরে স্বদেশ আসায় রাউজান কিশোর-তরুণদের প্রিয় সংগঠন রাউজান আদর্শ ইসলামী গণপাঠাগারের পক্ষ থেকে বিশেষ সংবর্ধনা প্রদান করা হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কান্দিপাড়া আরবিয়া ফয়জুল উলূম মাদরাসার নির্বাহী পরিচালক ও জমিয়তুল ওলামা ক্বওমি মাদরাসা শিক্ষাবোর্ডের অর্থসচিব মাওলানা ক্বারী শহীদুল্লাহ, প্রধান আকর্ষণ ও সংবর্ধিত অতিথি মাওলানা মঈনুদ্দীন, মাওলানা আব্দুল গফুর, পাঠাগার শূরা প্রধান মাওলানা ইমরান,মাওলানা খোরশেদ, হাফেজ জামাল আমিনী, সভাপতি মাওলানা শোয়াইব আবছার, মাও. নুর উদ্দীন বিন ইসমাঈল, হাফেজ মাওলানা রাশেদ আশরাফ, হাফেজ মারুফ, আতিকুল্লাহ চৌধুরী আতিক ও হাফেজ আরফাত সোলাইমান প্রমুখ।

অতিথিগণ বলেন, মাওলানা মঈনুদ্দীন বিদেশে গেলেও নিজের দেশে সর্বদা দ্বীনি ও সেবামূলক কাজ চালিয়ে যাচ্ছেন। প্রবাস থেকে যেভাবে তরুণ সমাজকে সাহস ও উদ্দীপনা দিয়ে এগিয়ে যাচ্ছেন সেভাবে আল্লাহ তাআলা আপনাকে দুনিয়া- আখেরাতে কামিয়াব করুন। আশা করি সর্বদা দ্বীনি ও মানবকল্যাণের কাজে আরো প্রসারিত করে এগিয়ে যাবেন। আমরা সর্বদা আপনার জন্য দোআ ও কল্যাণ কামনা করি।