আনাস বিন আব্বাস
আমরা যা কিছু দেখি বা দেখি না সকল কিছুর স্রষ্টা মহান আল্লাহ তায়ালা। সে হিসেবে সকল ভাষার সৃষ্টিকর্তাও তিনি। পৃথিবীর সূচনা থেকে তাঁর অসীম এই সৃষ্টিজগতের সকল প্রাণীকে মনের ভাব আদান-প্রদান এর জন্য দিয়েছেন ভাষা। আমরা মানবজাতি যেভাবে কথা বলি ঠিক সেভাবেই সকল প্রাণী নিজেদের মধ্যে নিজ নিজ ভাষা ও সংকেত দিয়ে কথা বলে থাকে। মনের ভাব প্রকাশ করে থাকে।
আল্লাহ তায়ালা পবিত্র কুরআনুল কারিমে বলেছেন, আমি প্রত্যেক নবিকে তাঁর স্বজাতীয় ভাষা দিয়ে প্রেরণ করেছি। জাগতিক ও ধর্মভিত্তিক সকল শিক্ষা, সংস্কৃতি এবং জীবনধারণের জন্য ভাষার গুরুত্ব অপরিসীম। যার বাকশক্তি নেই, তারও কিন্তু একটা ভাষা আছে। ইশারা-ইঙ্গিতে তিনিও কথা বলেন। ভাষা হলো আল্লাহ তায়ালার পক্ষ থেকে আমাদের জন্য একটি বড় নেয়ামত। মায়ের মুখ থেকে যে ভাষা আমরা শুনি, শিখি তাই হলো মাতৃভাষা। পৃথিবীর সকল দেশের সকল বর্ণের মানুষের মাতৃভাষা আছে।
আমাদের মাতৃভাষা বাংলা। এই ভাষার রয়েছে একটি সোনালী অধ্যায়। ভাষা প্রতিষ্ঠায় আমাদের ভাইয়েরা ১৯৫২ সালের ২১ ই ফেব্রুয়ারি আজকের এই দিনে নিজেদের জীবনটুকুও বিলিয়ে দিয়েছিলেন। বহু কষ্টে, বহু রক্তের বিনিময়ে অর্জিত এই ভাষা আমাদের বাংলা ভাষা। ভাষা ও ভাষাশহীদদের কাছে আমরা দায়বদ্ধ। এই ভাষার যথাযথ ব্যবহার করার মাধ্যমে আমরা সেই দায়িত্ব পালন করতে সক্ষম হবো। এই ভাষার মাধ্যমে আমরা যেমন জ্ঞান, বিজ্ঞান, প্রযুক্তি এই সকল বিষয় অর্জন করবো তেমনি আল্লাহ প্রদত্ত ইমান, আমল, আখলাক এসকল কিছুও অর্জন করবো। এই ভাষার মাধ্যমে কুরআন ও হাদিসের মর্মবাণী, আহ্বান, আবেদন ইত্যাদি এবং কল্যাণকর সকল কথা ও কাজের প্রতি মানুষকে আহ্বান করার মধ্য দিয়ে একটি সমৃদ্ধ দেশ, স্বীকৃত জাতি হিসেবে আমরা মাথা উঁচু করে দাঁড়াতে পারবো। আমরা আমাদের লেখালেখি, প্রবন্ধ-নিবন্ধ, বক্তব্য-আবৃতির মাধ্যমে আমাদের ধর্ম, জাতীয়তা, শিক্ষা, সংস্কৃতি তুলে ধরার মাধ্যমে পৃথিবীর বুকে আমরা শতাব্দী থেকে শতাব্দী বেঁচে থাকবো ইনশাআল্লাহ।
আমরা যদি ভাষাকে যথাযথভাবে বরণ না করি, কথা বলার সময় উপযুক্ত পন্থায় চর্চা না করি। মডার্ন ও আধুনিকতার কথা বলে মাতৃভাষা চর্চা থেকে পিছিয়ে পড়ি, তাহলে বড় দুর্ভোগ ও দুর্দশা আমাদের জন্য অপেক্ষা করবে। আমাদের কাছে মাতৃভাষা বাংলার একটাই চাওয়া আমরা যেন আমাদের চলনে-বলনে তা আঁকড়ে ধরি এবং লালন করি। আল্লাহ তায়ালা দেশ ও ভাষার জন্য জীবন দেয়া সকল শহিদের ক্ষমা করে জান্নাতবাসী করুন,আমিন।
আপনার মতামত লিখুন :