দেশের সর্বাধিক জনপ্রিয় ইসলামী সঙ্গীত শিল্পী ও কবি মাওলানা মুহিব খানের সদ্য রিলিজ হওয়া ‘করি না মৃত্যু ভয়’ সঙ্গীতটি রিমুভ করে দিয়েছে ইউটিউব কর্তৃপক্ষ। সঙ্গীতটি গতকাল ‘হলি মিডিয়া’ নামক চ্যানেল থেকে রিলিজ করা হয়। হামাস, ফিলিস্তিন ও নিপীড়িত মুসলিমদের পক্ষে লিখিত জাগরণী এ সঙ্গীতটি রিলিজের সাথে সাথে ব্যাপক জনপ্রিয়তা পাওয়ার একদিন পরই সেটি রিমুভ করা হয়। মুহিব খান তার ভেরিফায়েড ফেসবুক পেজে এ বিষয়টি নিশ্চিত করেন।
সঙ্গীত লিঙ্ক : https://www.facebook.com/obaidullahobaidbd/videos/455870077038072/
মুহিব খান বলেন, ‘হলি মিডিয়া থেকে আমার সদ্য প্রকাশিত ‘‘মৃত্যু করি না ভয়‘ গানটি ইউটিউব কর্তৃপক্ষ ডিলিট করে দিয়েছে। ইতিমধ্যে যারা গানটি কপি করে রেখেছেন তাদেরকে বিপুল পরিমাণে শেয়ার করে গানটি ছড়িয়ে দেওয়ার আহবান জানাচ্ছি।’’
ধারণা করা হচ্ছে, সঙ্গীতটিতে হামাস, ফিলিস্তিন ও বিশ্বের নানা প্রান্তের নিপীড়িত মানুষের মুক্তির কথা বলায় ইউটিউবের গায়ে লেগেছে। তাই একদিন না যেতেই সঙ্গীতটি হলি মিডিয়ার চ্যানেল থেকে সরিয়ে দেয়া হয়। সঙ্গীতটি ইউটিউব থেকে সরিয়ে দিলেও ইতোমধ্যে তা নেটদুনিয়ায় বিভিন্ন ব্যবহারকারীর মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
আপনার মতামত লিখুন :