রাসূলুল্লাহ সা.এর সীরাতের অনুসরণে আদর্শ সমাজ গঠন করা সম্ভব : রহমাতুল্লিল আলামিন ফাউন্ডেশন


কওমি ভিশন প্রকাশের সময় : সেপ্টেম্বর ২১, ২০২৩, ৩:৫০ অপরাহ্ন
রাসূলুল্লাহ সা.এর সীরাতের অনুসরণে আদর্শ সমাজ গঠন করা সম্ভব : রহমাতুল্লিল আলামিন ফাউন্ডেশন

আজ সকাল ১০ টায় ঢাকার ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে দেশের শীর্ষ ওলামায়ে কেরাম ও ধর্মীয় আলোচকদের উপস্থিতিতে রহমাতুল্লিল আলামীন ফাউন্ডেশন এর উদ্যোগে সীরাত কনফারেন্স সম্পন্ন হয়েছে। এতে সভাপতিত্ব করেন রহমাতুল্লিল আলামিন ফাউন্ডেশনের সভপতি মুফতি সাখাওয়াত হোসেন রাজি। সঞ্চালনায় ছিলেন মাওলানা জাকারিয়া মাহমুদ।

কনফারেন্সে সিরাত চর্চার প্রতি গুরুত্বারোপ করে বক্তগণ বলেন,মানবতার মুক্তিরদূত মহানবী সা. এর জীবনাদর্শ গোটা মানবজাতির জন্য অনুসরণীয়। বর্তমানে আমরা বর্তমানে আমরা নানাবিধ সমস্যায় জর্জরিত। পরিবার থেকে রাষ্ট্র সর্বত্রই অস্থিরতা। এ অবস্থা থেকে মুক্তি দিতে পারে এক মাত্র মহানবীর আদর্শ। আমরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাই সাল্লাম এর আদর্শ অনুসরণ না করি এ অবস্থা থেকে মুক্তির কোন পথ নেই। রাসুল সা. এর সীরাত অনুসরণের মাধ্যমেই আদর্শ ও কল্যাণকর পৃথিবী গড়া সম্ভব।

সভাপতির বক্তব্যে মুফতি সাখাওয়াত হোসেন রাযী বলেন, এ দেশে নবীর উম্মত সংখ্যার গণনায় বেশি হলেও নবীর প্রকৃত আদর্শ লালনকারী খুবই হাতেগোনা। প্রকৃত আদর্শ অনুসরণ করতে হলে তার আদর্শ কী সেটা জানতে হবে। আর জানার জন্য সিরাত পাঠ, বাস্তব জীবনে সিরাত চর্চা, রাষ্ট্র-সমাজ ও প্রতিটি সেক্টরের সিরাত প্রচার প্রসার অবশ্যই জরুরি। নবীজির সিরাতকে যথাযথভাবে আকড়ে ধরতে পারলে মানবজীবনের সকল সমস্যার সমাধান সম্ভব। তাই সিরাতের ব্যাপক প্রচার ও প্রসারের লক্ষ্যে রহমাতুল্লিল আলামীন ফাউন্ডেশন সারাদেশে জেলা পর্যায়ে কনফারেন্স করবে ইনশাআল্লাহ।

উক্ত সিরাত কনফারেন্সে উপস্থিত ছিলেন শায়েখ সৈয়দ আজহার করিম, জমিয়ত মহাসচিব মাওলানা মন্জুরুল ইসলাম আফিন্দী মাওলানা ওমর ফারুক স্বন্দিপী, ডক্টর আ ফ ম খালিদ হোসাইন, মাওলানা জয়নুল আবেদীন, মাওলানা রেজাউল করিম অবরার ও মাওলানা লুৎফুর রহমান ফরাজী প্রমূখ।

সন্মেলনে সারাদেশে জেলায় জেলায় রহমাতুল্লিল আলামীন কনফারেন্স করার কর্মসূচি ঘোষণা করা হয়।