সবাইকে শোকান্বিত করে চলে গেলেন তরুণ আলেম আলী বিন জাকের


কওমি ভিশন প্রকাশের সময় : মে ২৯, ২০২৪, ৭:৩১ পূর্বাহ্ন
সবাইকে শোকান্বিত করে চলে গেলেন তরুণ আলেম আলী বিন জাকের

কওমি ভিশন ডেস্ক: দারুল উলুম হাটহাজারীর সাবেক মেধাবী শিক্ষার্থী, নোখায়ালী জেলার কৃতী সন্তান মাওলানা মুফতি আলী বিন জাকেরের আকস্মিক ইনতিকালে শোকান্বিত আলেম সমাজ। গতকাল তিনি বিদ্যুৎপৃষ্ট হয়ে ইনতিকাল করেন।  তার ইনতিকালে সহপাঠী, বন্ধুশ্রেনি ও আলেম সমাজের আবেগঘন পোস্টে সয়লাব সোশ্যাল মিডিয়া। শোক প্রকাশ করেন নানা শ্রেনিপেশার বরেণ্য ব্যক্তিবর্গ।

মাওলানা আলী বিন জাকের দারুল উলুম হাটহাজারী হতে দাওরায়ে হাদিস (মাস্টার্স) সম্পন্ন করেন। তাফসির, আরবি সাহিত্য (আদব), ইসলামী আইন ও গবেষণা (ইফতা) বিষয়েও পড়াশোনা করেন। তিনি একাধারে আলেম, মুফতি, আরবি ভাষাবিদ ও মুফাস্সির হওয়ার গৌরব অর্জন করেন। এছাড়াও  লেখালেখি, সৃজনশীলতা ও সময়োপযোগী নানা কর্মের মাধ্যমে ইসলামের খেদমতে নিয়োজিত ছিলেন তরুণ এই আলেম।

May be an image of 7 people

এলাকার মানুষের মাঝে দীনি শিক্ষা ছড়িয়ে দিতে দুই বছর আগে নোয়াখালীর সুবর্ণচরে প্রতিষ্ঠা করেন দারুল হাবিব হালিমিয়া মাদরাসা। অল্প সময়ে ব্যাপক গ্রহণযোগ্যতা অর্জন করে তার হাতে প্রতিষ্ঠিত মাদরাসাটি। দিনরাত ছোটছোট বাচ্চাদের কোরআন হাদিস শিক্ষায় ব্যস্ত সময় পার করা দরদী শিক্ষক আলী বিন জাকেরকে হারিয়ে হতভম্ব মাদরাসার ছাত্র শিক্ষকগণ।

ইসলামী বিভিন্ন বিষয়ে সোশ্যাল মিডিয়ায়ও সরব ছিলেন তিনি। কোরআন বোঝার সহজার্থে ‘কোরআন কীভাবে বুঝব’ নামক একটি বই অনুবাদ করেন।

No photo description available.