সুইডেনে আবারও কোরআন পোড়ানোর অনুমতি, ইরাকে সুইডিশ দূতাবাসে হামলা-আগুন


কওমি ভিশন প্রকাশের সময় : জুলাই ২০, ২০২৩, ১২:২০ অপরাহ্ন
সুইডেনে আবারও কোরআন পোড়ানোর অনুমতি, ইরাকে সুইডিশ দূতাবাসে হামলা-আগুন

সুইডেনে প্রকাশ্যে কোরআন পোড়ানো অনুমতিতে বিশ্বজুুড়ে নিন্দার ঝড় উঠছে। এরই মাঝে কয়েক সপ্তাহের ব্যবধানে সুইডেনে আবারও কোরআন পোড়ানোর অনুমতি দেয়ায় ইরাকের রাজধানী বাগদাদে অবস্থিত সুইডিশ দূতাবাসে হামলার ঘটনা ঘটেছে। এসময় হামলাকারীরা দূতাবাসের দেয়ালের ওপরে উঠে যায় এবং আগুন ধরিয়ে দেয়। তবে এই হামলায় দূতাবাসের কোনও কর্মী ক্ষতিগ্রস্ত হয়নি বলে জানা গেছে।

বার্তাসংস্থা রয়টার্স জানায়, সুইডেনে আবারও পবিত্র কোরআন পোড়ানোর সম্ভাব্য ঘটনার প্রতিবাদে শত শত বিক্ষোভকারী বৃহস্পতিবার ভোরে বাগদাদের সুইডিশ দূতাবাসে হামলা চালায়। বিক্ষোভকারীরা এসময় দূতাবাসের দেওয়ালে উঠে যায় এবং আগুন ধরিয়ে দেয়।