রফিক মাহবুব আগামী ১৫ ফেব্রুয়ারি রোজ শুক্রবার মীরসরাই উপজেলাধীন জোরারগঞ্জ থানার অন্তর্গত মোহাম্মদীয়া আজীজুল উলুম তেমহানী মাদরাসার আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন। উক্ত সম্মেলনে দেশ বিদেশের প্রখ্যাত মুফাসসিরে কেরাম, স্কলার ও ইসলামী চিন্তাবিদগণ উপস্থিত থাকবেন।
বন্দরনগরী চট্টগ্রামের মীরসরাই উপজেলাধীন জোরারগঞ্জ থানায় অবস্থিত মোহাম্মদীয়া আজীজুল উলুম তেমহানী মাদরাসা। বিগত ৩৬ বছর পূর্বে আল্লামা হারুন বাবুনগরী (রহ.), আল্লামা হাজী ইউনুস সাহেব (রহ.) প্রমুখের আদেশ পালনে মাদরাসাটি প্রতিষ্ঠা করেন আল্লামা কারী নুরূজ্জামান সাহেব (দা.বা.)। সূচনাকাল থেকে প্রতিষ্ঠানটি দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আগত দীনি জ্ঞান অন্বেশণকারীদের দীনি শিক্ষা প্রদান করে আসছে। দীনি শিক্ষা প্রদানে দেশ বিদেশে বেশ সুনাম কুড়াতে সক্ষম হয়। মাহফিলের সময়সূচি সম্পর্কে মাদ্রাসা কর্তৃপক্ষ কওমি ভিশনকে জানান, প্রতি বছরের ন্যায় এ বছরও ইসলামী মহাসম্মেলন আগামী ১৫ ই ফেব্রুয়ারি সকাল ১০ টা থেকে মধ্যরাত পর্যন্ত মাদরাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। তবে ৩৬ বছর পূর্ণ হওয়ায় এবার থাকছে বিশেষ আয়োজন।
অনুষ্ঠিতব্য মাহফিলের ১ম অধিবেশনের সভাপতি হিসেবে উপস্থিত থাকবেন অত্র মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক আল্লামা ক্বারী নুরুজ্জামান সাহেব এবং ২য় অধিবেশনের সভাপতিত্ব করবেন, অত্র মাদরাসার সভাপতি, বিশিষ্ট দানবীর ও সমাজসেবক জনাব কামাল উদ্দীন সাহেব।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন- মক্কা শরিফের সম্মানিত ইমাম শায়খ আব্দুল্লাহ হামেদ সাম্ভু, সৌউদী আরব। এতে আরো উপস্থিত থাকবেন, শায়খ ক্বারী মুহাম্মদ তৈয়ব কাছেমী হংকং। চেয়ারম্যান- মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত হংকং। সাউথ আফ্রিকা থেকে উপস্থিত থাকবেন, শায়খ মাহমুদ আদিউলা।
শ্রীলংকা থেকে উপস্থিত থাকবেন মুফতি আব্দুল্লাহ মারুফ, শাইখ মিজানুর রহমান হানাফি, শাইখ সালাহুদ্দীন জাহাঙ্গীর। বিশেষ বক্তা হিসেবে তাশরিফ আনবেন, দারুল উলূম হাটহাজারীর শাইখুল হাদিস ও নায়েবে মুহতামিম, হেফাজতে ইসলাম বাংলাদেশের সংগ্রামী মহাসচিব, মজলুম জননেতা আল্লামা জুনাইদ বাবুনগরী (হাফি.)।
জামিয়া ইসলামিয়া বাবুনগরের সম্মানিত মুহতামিম আধ্যাত্মিক রাহবার আল্লামা মুহিব্বুল্লাহ বাবনগরী (দা. বা.)।
এতে আরো তাশরিফ আনবেন, ডক্টর মাহমুদুল হাসান আল আজহারী, ডক্টর আ. ফ. ম. খালেদ হোসাইনসহ আরো দেশবরেণ্য হক্কানি ওলামায়ে কেরাম।
আন্তর্জাতিক এ ইসলামি মহা সম্মেলনে পবিত্র জুমার নামাজের ইমামতি করবেন- কা’বা শরীফের ইমাম – শাইখ আব্দুল্লাহ হামেদ সাম্ভু (দা. বা.)।
উক্ত মহাসম্মেলনের বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে- ১.কাছেমী পদক। ২.রাবেয়া বছরী পদক। ও ৩. প্রাক্তন ছাত্রদের দস্তারে ফজিলত প্রদান।
মাহফিলের শেষ পর্যায়ে থাকছে জাগ্রত কবি মুহিব খানের জাগরণী সংগীত পরিবেশনা ও মনোজ্ঞ ইসলামি সাংস্কৃতিক অনুষ্ঠান।
মোহাম্মদীয়া আজিজুল উলুম তেমুহানী মাদরাসার নির্বাহী পরিচালক মাওলানা জমির উদ্দিন সাহেব দেশবিদেশের সকল ধর্মপ্রাণ মুসলমানদেরকে এ আন্তর্জাতিক ইসলামি মহাসম্মেলনে জিকিরের সাথে যোগদান করার আমন্ত্রণ জানিয়েছেন।