বৃহত্তর চট্টলার ঐতিহ্যবাহী দীনি ও সেবামূলক সংগঠন আল আমিন সংস্থার উদ্যোগে আয়োজিত আগামী ২৫, ২৬ ও ২৭ নভেম্বর ৩দিন ব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কুরআন মাহফিল সফল করার লক্ষ্যে স্থানীয় সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার ২২ নভেম্বর হাটহাজারী বড় মাদরাসা সংলগ্ন আল আমিন সংস্থার কার্যালয়ে মাওলানা ওজাইর হামিদির সঞ্চালনা ও মাওলানা আনিসুর রহমানের কুরআন তেলাওয়াতের মাধ্যমে সন্ধ্যা ৬টা থেকে মতবিনিময় সভা আরম্ভ হয়।
সংস্থার সহসভাপতি মাওলানা আবু আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তারা বলেন, বৃহত্তর চট্টগ্রামের আল আমিন সংস্থা একটি দ্বীনদরদী ও কল্যাণমুখী সমাজ বিনির্মাণে নিবেদিত সংগঠন । ২০০৫ সালে প্রতিষ্ঠার পর থেকে এ সংগঠন মুসলিম উম্মাহর আধ্যাত্মিক ও আর্থিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। করোনার মহামারীতেও জনগণকে বিভিন্নভাবে সেবা দিয়েছে, নগদ অর্থ সহায়তা করেছে।
বক্তারা আরো বলেন, ইসলামী আকিদা প্রচার-প্রসার ও দীনি পরিবেশ তৈরির লক্ষ্যে ইসলামী মাহফিলগুলো ব্যাপক ভূমিকা রেখে চলছে। ইসলামী সম্মেলন, তাফসীরুল কুরআন মাহফিলগুলোর প্রয়োজনীয়তা অপরিসীম। এরই ধারাবাহিকতায় হাটহাজারী পার্বতী উচ্চ বিদ্যালয় ময়দানে আল আমিন সংস্থা প্রতি বৎসরের ন্যায় এ বৎসরও আগামী ২৫, ২৬ ও ২৭ নভেম্বর ৩ দিনব্যাপী বিশাল তাফসীরুল কুরআন মাহফিলের আয়োজন করেছে। উক্ত মাহফিলকে নিজ নিজ স্থান থেকে সার্বিক সহযোগিতা সকলের কর্তব্য।
উক্ত মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন, মাওলানা হাবিবুল হক বিন খালেদ, মুহাম্মদ আহসান উল্লাহ, মাওলানা জাহেদ উল্লাহ খান, মাওলানা শফিউল আলম, হা. মাওলানা ওসমান সিকদার, মাওলানা মাহমুদুল হোসাইন, মাওলানা আজিম উদ্দিন, মাওলানা জসিম উদ্দিন আজাদ, মাওলানা আবুল হাশেম, মাওলানা কামরুল ইসলাম, মাওলানা মাহমুদুল হাসান প্রমুখ। এছাড়াও স্থানীয় প্রায় সকল সাংবাদিক উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন। মতবিনিময় সভার সভাপতির মুনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করা হয়।