শামসুল ইসলাম ।। নিজস্ব প্রতিনিধি
সম্মিলিত কওমি শিক্ষাবোর্ড আল হাইয়াতুল উলয়া লিল-জামিয়াতিল কওমিয়া বাংলাদেশের অধীনে দাওরায়ে হাদিস ১৪৪০ হিজরি ২০১৯ খ্রি. পরীক্ষার সময়সূচি ঘোষিত হয়েছে।
২ শাবান / ৮ এপ্রিল সোমবার বুখারি শরিফ দ্বিতীয় খণ্ড
৩ শাবান / ৯ এপ্রিল মঙ্গলবার তিরমিজি শরিফ প্রথম খণ্ড
৪ শাবান / ১০ এপ্রিল বুধবার আবু দাউদ শরিফ
৫ শাবান / ১১ এপ্রিল বৃহস্পতিবার তহাবি শরিফ
শুক্রবার বন্ধ
৭ শাবান / ১৩ এপ্রিল শনিবার বুখারি শরিফ প্রথম খণ্ড
৮ শাবান / ১৪ এপ্রিল রবিবার মুসলিম শরিফ প্রথম খণ্ড
৯ শাবান / ১৫ এপ্রিল সোমবার মুসলিম শরিফ দ্বিতীয় খণ্ড
১০ শাবান / ১৬ এপ্রিল মঙ্গলবার নসাঈ ও ইবনে মাযাহ
১১ শাবান / ১৭ এপ্রিল বুধবার তিরমিজি শরিফ দ্বিতীয় খন্ড ও শামায়েলে তিরমিজি
১২ শাবান ১৮ এপ্রিল বৃহস্পতিবার মুয়াত্তা মালেক ও মুয়াত্তা মুহাম্মদ।
বিশেষ দ্রষ্টব্য-
* পরীক্ষা প্রতিদিন সকাল ৯ টা থেকে ১২ টা ৩০ মিনিট পর্যন্ত চলবে।
* কেরাত পরীক্ষা পরীক্ষা নিয়ন্ত্রকের ঘোষণা অনুযায়ী যে কোন দিন বিকেলে / রাতে নেওয়া হবে। কেরাতের নাম্বর মূল পরীক্ষার নাম্বরের সাথে যুক্ত হবে না। সনদ পাওয়ার জন্য কেরাতে উত্তীর্ণ হওয়ার শর্ত ।