কওমি ভিশন ডেস্ক: আগামী ১৪ ও ১৫ ফেব্রুয়ারি চট্টগ্রাম জমিয়তুল ফালাহ ময়দানে অনুষ্ঠিতব্য ঐতিহ্যবাহী আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন টঙ্গীর বিশ্ব ইজতেমার কারণে স্থগিত করা হয়েছে। মুঠোফোনে কওমি ভিশনকে বিষয়টি নিশ্চিত করেছেন সম্মেলন কতৃপক্ষ।চট্টগ্রাম জমিয়তুল ফালাহ ময়দানে প্রায় ৩৪ বছর যাবত সম্মেলনটি সফল ও সুশৃঙ্খলভাবে অনুষ্ঠিত হয়ে আসছে। উলামায়ে কেরাম ও সর্বসাধারণ এ সম্মেলন অনুষ্ঠানের দিন গুণতে থাকেন অনেক আগে থেকেই। কিন্তু এ বছর ইজতিমার তারিখের সাথে মিলে যাওয়ায় সম্মেলন স্থগিত করা হয়। সম্মেলনের পরবর্তী তারিখ জানতে চাইলে কওমি ভিশনকে কর্তৃৃপক্ষ বলেন, যেহেতু বিশাল এ সম্মেলনটি আনজাম দিতে বহু আগে থেকেই প্রস্তুতি গ্রহণ করতে হয়, তাই এ বছর আর সেটি সম্ভব হবে বলে মনে হয় না। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি এ বছর আর সম্মেলন হবে না। তবে আমরা আগামী বছর তথা ২০২০ সনের তারিখ নির্ধারণ করেছি। ইনশাআল্লাহ! ২০২০ সনের ফেব্রুয়ারির ১৩ ও ১৪ তারিখে সম্মেলনটি যথাসময়ে অনুষ্ঠিত হবে।
ঠিক একই কারণে ২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য শুলকবহর মাদ্রাসার ফারেগীন ও মুয়াল্লিমদের ইজতেমাও স্থগিত করা হয়। পরবর্তী তারিখ ঘোষিত হওয়া পর্যন্ত ইজতেমা স্থগিত থাকবে।