মহামারীতে রূপ নেয়া করোনা ভাইরাস থেকে বেঁচে থাকার জন্য শাইখুল ইসলাম তাকি উসমানী দা.বা. গুরুত্বপূর্ণ কিছু দোয়া ও আমলের দিক-নির্দেশনা দিয়েছেন। তিনি বলেন, ‘সারা বিশ্বে দ্রুতই ছড়িয়ে পড়ছে প্রাণঘাতী করোনা ভাইরাস। এ জাতীয় মহামারী ও রোগ সৃষ্টির কারণ সম্পর্কে প্রিয় নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন— ‘যখন মানব সমাজে পাপাচার বৃদ্ধি পায়। আল্লাহ তাআলা তাদের মাঝে এমন সব (নতুন নতুন মহামারী) বিপদাপদ ও রোগব্যাধি ছড়িয়ে দেন, যার নাম ইতোপূর্বে তাদের পূর্বপুরুষেরাও শোনেনি।’ (সুনানে ইবনে মাজাহ, হাদিস নং : ৪০১৯)
তিনি বলেন, ‘করোনা সংক্রমণের এ পরিস্থিতিতে মানুষের করণীয় হলো— সর্বপ্রথম নিজের পাপাচারের প্রতি অনুতপ্ত মনে স্বকাতর হয়ে আল্লাহর কাছে তওবা করা, বেশি বেশি ইসতেগফার পড়া এবং সংক্রামক ব্যাধি থেকে নিরাপদ থাকতে বিজ্ঞ ডাক্তারদের পরামর্শ মেনে চলা। এছাড়াও যে সব কারণে সংক্রামক ব্যাধি ছড়িয়ে থাকে সেসব থেকে দূরে থাকা; বরং তা পরিহার করাসহ সর্বাত্মক সতর্কতা অবলম্বন করা। কারণ ইসলাম যে কোনো অসুস্থতায় সবর ও আল্লাহর সাহায্য প্রার্থনার সাথে চিকিৎসা গ্রহণ করারও দিক-নির্দেশনা দিয়েছে।
তিনি উপরের আমলগুলো করার সাথে নিয়মিত কিছু দোয়া পড়ারও পরামর্শ দিয়েছেন— যেগুলোর উপকারিতা প্রমাণিত ও পরীক্ষিত।
১. সকাল ও সন্ধ্যায় এই দোয়া পড়ুন।
بِسْمِ اللَّهِ الَّذِى لاَ يَضُرُّ مَعَ اسْمِهِ شَىْءٌ فِى الأَرْضِ وَلاَ فِى السَّمَاءِ وَهُوَ السَّمِيعُ الْعَلِيم
উচ্চারণ : বিসমিল্লাহিল্লাজি লা ইয়া দুররু মাআসমিহি শাইয়ূন ফিল আরদি ওয়ালা ফিসসামা-য়ি ওয়া হুয়াস সামিউল আলিম।
অর্থ : (আমি আমার দিন বা রাতের সূচনা করছি) ওই আল্লাহর নামে যার নামের সঙ্গে আসমান জমিনের কোনো কিছু কোনো ধরণের ক্ষতি করতে পারে না। তিনি সর্বশ্রোতা ও সর্বজ্ঞ।
২. বাহিরে গেলে এই দোয়া পড়ুন।
.أَعُوذُ بِكلِمَاتِ الله التّامّاتِ مِن شَرّ مَا خَلَقَ
উচ্চারণ: “আউযু বিকালিমা-তিল্লাহিত তা-ম্মা-তি মিন শাররি মা খালাক্ব।”
অর্থ: আমি আল্লাহর পূর্ণাঙ্গ কালিমাসমূহের দ্বারা যাবতীয় সৃষ্টির অনিষ্টতা থেকে আশ্রয় চাচ্ছি। (মুসলিম শরীফ)
৩. বেশি বেশি এই দোয়া পড়ুন।
.لَا إِلَهَ إِلَّا أَنْتَ سُبْحَانَكَ إِنِّي كُنْتُ مِنَ الظَّالِمِينَ
উচ্চারণ : লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জোয়ালিমীন।
অর্থ : আপনি ব্যতীত আর কোনো উপাস্য নেই। আমি আপনার পবিত্রতা ঘোষণা করছি। অবশ্যই আমি পাপী। (-সূরা আল আম্বিয়া : ৮৭)
৪. সব সময় এই দোয়া পড়ুন।
.اللَّهُمَّ إِرْفَعْ عنّا البَلاء والوَباء
উচ্চারণ: আল্লাহুম্মারফঅ’আন্নাল বালা-আ ওয়াল ওয়াবা-আ।
অর্থ: হে আল্লাহ! আপনি আমাদের থেকে বিপদ ও মহামারি উঠিয়ে নিন।
৫. মহামারীসহ যেকোনো কঠিন রোগ ও বিপদে এই দোয়া পড়ুন
اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْبَرَصِ، وَالْجُنُونِ، وَالْجُذَامِ، وَمِنْ سَيِّئِ الأَسْقَامِ.
উচ্চারণ: ‘আল্লাহুম্মা ইন্নি আউজুবিকা মিনাল বারাসি, ওয়াল জুনুনি, ওয়াল জুযামি,ওয়া সাইয়ি ইল আসক্কাম’।
অর্থ: হে আল্লাহ! আমি আপনার কাছে আশ্রয় চাই শ্বেত, উন্মাদনা, কুষ্ঠ এবং সমস্ত দুরারোগ্য ব্যাধি হতে। (সুনানে আবু দাউদ, হাদিস নং ১৫৫৪)
এছাড়াও তিনি সুরা ফাতিহা, সুরা ইখলাস, আয়াতুল কুরসি এবং দোয়া ‘হাসবুনাল্লা-হু নি’মাল ওয়াকীল’ বেশি বেশি পড়তে বলেছেন। আল্লাহ তায়ালা আমাদের করোনা থেকে নিরাপদ রাখুন! আমিন।