ওবাইদুল্লাহ ওবাইদ
মহান আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের দুনিয়াতে পাঠিয়েছেন একমাত্র তার ইবাদত করার জন্যই। ইবাদত কীভাবে করলে তাঁর কাছে গ্রহণযোগ্য হবে, সাময়িক দুনিয়াতে কীভাবে বিচরণ করবে তাঁর বিধিবিধান সম্বলিত সংবিধানও তিনি বান্দাদের জন্য পাঠিয়েছেন। সাথে পাঠিয়েছেন তার বিধানের বর্ণনা ও ব্যাখ্যাকারী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকেও। দুনিয়াতে বেঁচে থাকতে যত কিছুরই প্রয়োজন তার সবই তিনি তার বান্দাদের দিয়েছেন। এত এত নিয়ামতের পরেও যদি ইবাদত হতে গাফেল হই তাহলে অবশ্যই এর জবাবদিহি করতে হবে। আদেশ অমান্য করার শাস্তি যেমন আছে তেমনই যথাযথ আদেশ পালনকারীর জন্য রয়েছে সম্মান ও উত্তম বদলা। কোনো হিসাব ও শাস্তি ছাড়াই একদল মুসলিমের জান্নাতে প্রবেশে করার বর্ণনা হাদিসে এসেছে। সা’দ (রাজি.) থেকে বর্ণিত যে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন- আমার উম্মাতের মধ্য থেকে সত্তর হাজার বা সাত লক্ষ (এখানে রাবী আবু হাযিম কোন সংখ্যাই নিশ্চিত করে বলতে পারেন নি) লোক পাশাপাশি দাঁড়িয়ে একে অন্যের হাত ধরে জান্নাতে প্রবেশ করবে। তাদের প্রথম ব্যাক্তি শেষ ব্যাক্তির প্রবেশের আগে প্রবেশ করবে না, বরং সবাই একত্রে প্রবেশ করবে! তাদের চেহারা পূর্মিমার চাঁদের মত চমকাবে। (মুসলিম, অধ্যায় কিতাবুল ইমান, হাদিস নম্বর ৪১৯)
মহান আল্লাহ আমাদেরকে তার আদেশ নিষেধ মেনে চলার তাউফিক দান করুক। আমিন।