গতকাল চট্টগ্রাম ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজে শিল্পী মাহবুব মর্শিদ এর নবম ক্যালিগ্রাফি পেইন্টিং কর্মশালা-২০২০ সম্পন্ন হয়েছে। এতে অংশগ্রহণ করেন দেশের খ্যাতনামা শিল্পীগণও। শিল্পী মাহবুব মুর্শিদের হাতে গড়া একদল দক্ষ শিক্ষার্থীর মাধ্যমে উক্ত কর্মশালা অনুষ্ঠান পরিচালনা করা হয়। শিল্পী মাহমুদ মুর্শিদ ইসলামি সংস্কৃতির শিল্পচর্চা নিয়ে বাংলার অলিতে গলিতে যে জোয়ার তুলছেন, আগামীতে অপসংস্কৃতি রোধে ইসলামী ক্যালিগ্রাফি শিল্পচর্চা বিপ্লব ঘটবে বলে মনে করেন সাংস্কৃতিক ব্যক্তিত্বরা। তিনি তার লক্ষ্য উদ্দেশ্যে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন।
উক্ত কর্মশালায় ট্রেইনার ছিলেন শিল্পী মাহমুদ ইবনে মোবারক, জামিল আহমেদ, শহিদুল ইসলাম, সুলতানা মিমি, তামিমা, ফাতেমা। এ ছাড়াও অনেক খ্যতনামা শিল্পীরাও আরবী ক্যালিগ্রাফিতে বেশ উৎসাহ উদ্দীপনা দেখা দেয়। সার্বিকভাবে সহযোগিতা করেছেন সেই কলেজের অধ্যক্ষ হাবিব রহমত উল্লাহ ও উপাধ্যক্ষ মোহাম্মদ সেকান্দর ও আরো প্রমুখ।