খাগড়াছড়ি কওমী মাদ্রাসা ও উলামা ঐক্য পরিষদের জেলা সভাপতি মাওলানা কারী ওসমান গনী, ও সাধারণ সম্পাদক মুফতি রবিউল ইসলাম শামীমসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃত্ববৃন্দ আজ (২২ নভেম্বর) রবিবার দুপুর ১২ টায় রামগড় উপজেলা নির্বাহী অফিসার জনাব মুহাম্মদ মাহমুদ উল্লাহ্ মারুফ মহোদয়ের সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হন।
এ সময় উপজেলা নির্বাহী অফিসারের সাথে উপজেলার কওমি মাদ্রাসাসমূহ ও ওলামায়ে কেরামের ঐক্যবদ্ধতা দেখে আলেম ওলামাদের প্রসংশা করেন। তিনি ওলামায়ে কেরামের সাথে মিলিত হতে পেরে আনন্দিত হয়ে উপজেলার কওমি মাদ্রাসা সমূহ পরিদর্শনের আগ্রহ প্রকাশ করেন।
সাক্ষাৎকালে সংগঠনের নেতৃত্ববৃন্দ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভুয়া আইডি থেকে আলেমদের বিরুদ্ধে কুরুচিপূর্ণ লেখালেখি ও বানাওয়াট বেনামি চিঠি লিখে আলেমদের হয়নারির প্রতিবাদে উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
সাক্ষাৎ শেষে জেলা সভাপতি মাওলানা কারী ওসমান গনী ওলামায়ে কেরামদেরকে ঐক্যবদ্ধ থেকে ইসলামের খেদমতের পাশাপাশি সামাজিক কাজে এগিয়ে আসার আহবান জানান। তিনি ওলামায়ে কেরামের বিরুদ্ধে কুরুচিপূর্ণ মন্তব্য, মিথ্যা লেখালেখি ও বানাওয়াট অভিযোগ কারিদের সতর্ক করে তাদের আইনের আওতায় আনার আহবান জানান।
এসময় উপস্থিত ছিলেন, রামগড় কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা আব্দুল হক, মাওলানা এমদাদুল হক মামুন,
মাওলানা শহিদুল্লাহ, মাওলানা হাফেজ আব্দুল মালেক, হাফেজ আশরাফ আলী, মাওলানা জামাল উদ্দিন, মাওলানা আবদুল হান্নান মানছুর, মাওলানা জাহাঙ্গীর আলম, মাওলানা মুহিববুল্লাহ চৌধুরী, মাওলানা আবদুস সামাদ, হাফেজ জুনায়েদ সহ প্রমুখ ওলামায়ে কেরামে।
Like this:
Like Loading...
Leave a comment