দেশের প্রখ্যাত আলেমে দীন, আঞ্জুমানে হেফাজতে ইসলামের আমির, জামিয়া লুৎফিয়া আনোয়ারুল উলুম হামিদনগর বরুনা মাদ্রাসার সদরে মুহতামিম ও শাইখুল হাদিস, নাস্তিক-মুরতাদ বিরোধী আন্দোলনের অকুতোভয় সৈনিক আল্লামা খলিলুর রহমান হামিদীর (পীর সাহেব বরুনা) ইন্তিকালে গভীরভাবে শোক প্রকাশ করেছেন এদেশের বৃহত্তম দীনি মারকায জামিয়া ইসলামিয়া আজিজুল উলূম বাবুনগরের মুহতারাম মুহতামিম মুজাহিদে মিল্লাত আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী।
আল্লামা খলিলুর রহমান হামিদী
সংবাদ মাধ্যমে প্রেরিত বিবৃতিতে শোক জানিয়ে আল্লামা বাবুগনগরী বলেন,
শায়খে বরুনার মৃত্যুতে জাতি একজন যোগ্য দীনদরদী মুরব্বী হারালো। তার মৃত্যুতে পুরো কওমি অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। তার বিয়োগে যে শূন্যতা তৈরি হয়েছে তা সহজে পুরন হওয়র নয়। তিনি একজন মুখলিস ব্যক্তি ছিলেন। পুরো জীবনকে দীনের জন্য উৎসর্গ করেছেন। বাংলাদেশ তিনি যে খেদমত আনজাম দিয়ে গেছেন তা যুগ যুগ ধরে জাতি স্মরণ করবে।
তিনি আরো বলেন,
বরুনার পীর সাহেব বহুমুখী প্রতিভার অধিকারী ছিলেন। তার এ প্রতিভা তিনি দীনের স্বার্থে ব্যয় করে গেছেন। ইসলাম বিরোধী নানা তৎপরতা ও ষড়যন্ত্রের বিরুদ্ধে তিনি সর্বদা সজাগ ও সোচ্চার ছিলেন। দেশ-বিদেশে উনার অসংখ্য ছাত্র উলামা-তালাবা, মুরীদ ও গুণগ্রাহী রয়েছেন। আমি মহান রাব্বুল আলামীনের দরবারে তার মাগফিরাত কামনা করছি, তিনি যেন মরহুমের সকল গোনাহ মাফ করে তার যাবতীয় খিদমাত কবুল করে তাকে জান্নাতুল ফিরদাউস নসীব করেন, তার শোকতন্তপ্ত পরিবার ও ছাত্র- গুণগ্রাহীকে সবরে জামীল দান করেন।