হিজামা হেল্পলাইন এর ব্যবস্থাপনায় অনুষ্ঠিত ধারাবাহিক কর্মশালার অংশ হিসেবে ঢাকা ক্যান্টনমেন্ট এ কে মোনতাহা কনভেনশন হলে গত ১৫ জানুয়ারি জুমাবার ফায়ার কাপিং কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সকল দশটায় শুরু হওয়া এ কর্মশালা শেষ হয় সন্ধ্যা ৭টায়। কর্মশালার তত্ত্বাবধানে ছিলেন ভারতের স্বনামধন্য হিজামা বিশেষজ্ঞ ড. জুনাইদ খান।
বাংলাদেশে দক্ষ হিজামা থেরাপিস্ট তৈরির উদ্দেশ্যে ইতোমধ্যে দেশের বিভিন্ন স্থানে বেশ কয়েকটি ট্রেনিং এর আয়োজন করে হিজামা হেল্পলাইন।
১৫ জানুয়ারির কর্মশালায় দেশের বিভিন্ন স্থান হতে অংশগ্রহণ করে দেশের বিভিন্ন জেলা থেকে প্রায় অর্ধশত প্রশিক্ষণার্থী। এ কর্মশালায় অংশগ্রহণ করে প্রশিক্ষণার্থীরা শিখেছে ফায়ার কাপিং এর আদ্যপ্রান্ত। তাছাড়া, ফায়ার কাপিং কিভাবে প্রয়োগ করতে হয় তাও শিখেছে হাতে-কলমে।
সর্বশেষ, ডাক্তার, রাকি ছাড়াও হিজামা প্রেকটিশনারদের উপস্থিতি দেখে কৃতজ্ঞতা প্রকাশ করেন।
Like this:
Like Loading...
Leave a comment