মিয়ানমারে চলা সেনা শাসন ও নিপীড়নের ভয়ে পার্শ্ববতী দেশ থাইল্যান্ডে পালিয়ে যাওয়ার খবর পাওয়া যাচ্ছে। সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়, সেনাদের আক্রমণ থেকে নিজেদের রক্ষায় মিয়ানমারের নাগরিকরা থাইল্যান্ডকেই উপযুক্ত স্থান মনে করে। থাইল্যান্ডের জঙ্গলে হাজার হাজার মিয়ানমারের নাগরিক অবস্থান নিয়েছে বলে জানা গেছে।
মিয়ানমারের কারেন রাজ্যের মুত্রো জেলায় বিমান হামলা চালিয়েছে দেশটির সেনাবাহিনী। রাজ্যটির একটি সশস্ত্র গোষ্ঠীর পক্ষ থেকে সেনাচৌকিতে হামলার পর পাল্টা জবাব হিসেবে শনিবার (২৭ মার্চ) থাইল্যান্ড সীমান্তবর্তী এলাকায় এই বিমান হামলা চালানো হয়।
এদিকে, হামলার আতঙ্কে রোববার (২৮ মার্চ) কারেন রাজ্য ছেড়ে থাইল্যান্ডে পালিয়েছেন প্রায় তিন হাজার গ্রামবাসী। স্থানীয় সংবাদমাধ্যম ও অ্যাক্টিভিস্ট সংগঠনকে উদ্ধৃত করে বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে।