চট্টগ্রাম হাটহাজারী উপজেলাধীন মাদার্শায় হেফাজত কর্মীদের উপর পরিকল্পিত আক্রমণ করেছে মাজারপন্থীরা। এতে অন্তত চারজন আহত হয়েছে। মাদার্শা তাউহিদি জনতার উদ্যোগে মধ্য মাদার্শা মাদারীপুল চত্বরে আয়োজিত দুইদিন ব্যাপী ইসলামী সম্মেলনের শেষ দিবস চলাকালে এ ঘটনা ঘটে। কওমি ভিশনকে এসব তথ্য নিশ্চিত করেন সম্মেলন বাস্তবায়ন কমিটির সদস্য নিয়ামত আলী।
নিয়ামত আলী কওমি ভিশনকে বলেন, প্রতি বৎসরই মাহফিল করার সময় মাজারপন্থীরা বিভিন্নভাবে ষড়যন্ত্র করে আসছে। মাহফিলের অদূরে তারা মাইক অথবা সাউন্ড বক্স বাজিয়ে আমাদের সমস্যা তৈরি করে। এ বছরও তার ব্যতিক্রম হয়নি। এককদম এগিয়ে তারা মিছিল নিয়ে মাহফিলে আক্রমণ করতে আসে। সোশ্যাল মিডিয়া ফেসবুকে মিথ্যা গুজব ছড়িয়ে পোস্ট করে মানুষ জড়ো করে পরিকল্পিতভাবে হামলা চালায় তারা।
গুজব ছড়ানোর উদ্দেশ্যে সোশ্যাল মিডিয়ায় পোস্ট
মাহফিল চলাকালে মিছিল সহকারে মাহফিল স্থলে এসে হট্টগোল সৃষ্টি করে মাজারপন্থীরা। এতে উত্তেজনা তৈরি হলে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে চার হেফাজতকর্মী আহত হন। তারা হলেন, মোহাম্মদ তারেক, মোহাম্মদ সালমান মাসুদ, মোহাম্মদ সাকিব ও আবু সাঈদ।
প্রশাসন এসে পরিস্থিতি স্বাভাবিক হয়। উক্ত ইউনিয়নের চেয়ারম্যানের উপস্থিতিতে যথা সময়ে মাহফিল শেষ করেন কর্তৃপক্ষ। আজ ২১ নভেম্বর ২০২০ শনিবার সকাল ১১ টায় দক্ষিণ মাদার্শা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে চেয়ারম্যানের উদ্যোগে উভয় পক্ষ বৈঠকে বসে। দীর্ঘ আলোচনা শেষে নিম্নোক্ত সিদ্ধান্ত গৃহীত হয়।
১. প্রতি বৎসর মাহফিল করতে পারবে।
২.মাহফিলের মাইক সীমাবদ্ধ থাকবে।
৩.মাহফিলের জন্য প্রশাসনের অনুমতি নিতে হবে।
৪. উভয় পক্ষ বিতর্কিত বক্তাদের আমন্ত্রণ করতে পারবেনা।
৫. গতকালের অনাকাঙ্ক্ষিত ঘটনার তদন্তে ১০ সদস্যের কমিটি গঠন।
৬. সোশাল মিডিয়ায় বিতর্কতি বা উস্কানীমূলক কোন পোস্ট দেওয়া যাবেনা।