মাত্র ১২ দিনে ২৪টি ক্লাস।
জনপ্রিয় অনলাইন টিভি কওমি ভিশন আয়োজিত ভাষা, সাহিত্য ও সাংবাদিকতা কোর্সে ভর্তি চলছে।
ক্লাস শুরু হবে আগামী শনিবার,২৭ ফেব্রুয়ারি ২০২১ ।
প্রতিটি বিষয়ে পৃথক পৃথক প্রশিক্ষক ক্লাস নিবেন।
দূরের ছাত্রদের অনলাইনে ক্লাস করার সুযোগ রয়েছে।
অথবা সরাসরি যোগাযোগ করুন কওমি ভিশন অফিসে।
যোগাযোগের ঠিকানা : হাটহাজারী মাদ্রাসার উত্তরে, ঈদগাহ আবাসিক এলাকা, জাহেদা ম্যানশন, কওমি ভিশন অফিস। মোবাইল : 01822795226 (কোর্স পরিচালক)
* সাংবাকিতা বিষয়ে ক্লাস করাবেন,
সিনিয়র সাংবাদিক তারেকুল ইসলাম,
বাংলা ও ইংরেজি জাতীয় পত্রপত্রিকার কলাম-লেখক,
জার্নালিজম এন্ড মিডিয়া স্টাডিজে অনার্স-মাস্টার্স ।
* উচ্চারণ ও উপস্থাপনা বিষয়ে ক্লাস করাবেন
ফজলে রাববি,
অভিজ্ঞ উপস্থাপক ও সঞ্চালক
* ভাষা ও সাহিত্য বিষয়ে ক্লাস করাবেন
ওবাইদুল্লাহ ওবাইদ
সম্পাদক : কওমি ভিশন
** সাংবাদিকতা বিভাগে যা যা থাকছে
সংবাদ ও সাংবাদিকতা কী,
সাংবাদিকতার হাতেখড়ি,
শিরোনাম কী, কত প্রকার ও চয়ন পদ্ধতি,
অনলাইন সাংবাদিকতা,
অনুসন্ধানী প্রতিবেদন,
সাক্ষাৎকার গ্রহণ,
প্রবন্ধ-নিবন্ধ-কলাম।
** উচ্চারণ ও উপস্থাপনা বিভাগে যা যা থাকছে
প্রমিত উচ্চারণ,
জড়তা দূরীকরণ,
কবিতা আবৃত্তি,
সংবাদ উপস্থাপনা,
টকশো সঞ্চালনা,
বক্তৃতা,
বিতর্ক।
** ভাষা ও সাহিত্য বিভাগে যা যা থাকছে
ভাষা, সাহিত্য ও ব্যাকরণ,
কী লিখব, কীভাবে লিখব,
ব্যবহারিক বানানরীতি,
যতিচিহ্ন, সন্ধি, সমাস,
ণত্ব বিধান ষত্ব বিধান,
শব্দের ভুল ও শুদ্ধ ব্যবহার,
ছড়ার ছন্দ।
Like this:
Like Loading...
Leave a comment
ভাই আমি কোর্সে ভর্তি হতে চাচ্ছি, আমি কি এখন ভর্তি হতে পারবো ? আমি অনলাইনে ক্লাস করতে চাচ্ছি। আমাকে জানালে খুব উপকৃত হব।
মোবাইল নাম্বার ০১৯৩৯৪২৫০১২
আমাদের প্রথম ব্যাচ শেষের দিকে। আপনি চাইলে রমজানের ব্যাচে অংশ নিতে পারেন। যোগাযোগ করুন। 01822795226